‘একত্রিত হোন: সকল নারী ও কন্যাশিশুর প্রতি জেন্ডার ভিত্তিক ডিজিটাল সহিংসতা বন্ধ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ও নারীর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ ও করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের নন্দীবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের চলমান ১৬ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সহকারী শিক্ষা অফিসার, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছার এপি ম্যানেজার রোলেন্ড গমেজ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, যুব ফোরাম নেতা কাফি, বৃষ্টি প্রমুখ।
কর্মশালায় শিশু ফোরাম ও যুব ফোরামের দুই শতাধিক সদস্য, নেতৃবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন। কর্মশালায় ডিজিটাল মাধ্যমে নানাভাবে নারী, শিশু বিশেষ করে কন্যা শিশুরা কিভাবে সহিংসতার শিকার হয় এবং তার থেকে উত্তোরণের পথ কি সর্বোপরি এই ধরণের সহিংসা বন্ধ করতে করনীয় বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এসময় শিশু ও যুব ফোরামের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা ও অঙ্গীকার নামা তুলে ধরা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র এই সহিংসতা বন্ধে নানা পদক্ষেপ গ্রহনের কথা তোলা ধরেন।
অর্থ-বাণিজ্য: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন
অর্থ-বাণিজ্য: নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি