মুন্সীগঞ্জের গজারিয়া থানার বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া এলাকার কাজলী নদী থেকে হাত- পা বাঁধা উদ্ধার করা লাশটি বক্তারকান্দী গ্রামের আব্দুল মালেকের ছেলে অটোরিক্সার চালক শাহজালাল মিয়ার
গজারিয়া থানার পুলিশ ও নিহত শাহজালাল মিয়ার পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গত শুক্রবার সকালে শাহজালাল মিয়া নিজ বাড়ি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী থেকে তার যাত্রী পরিবহনের ব্যাটারী চালিত অটোরক্সা নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি।
পরিবারের সদস্যদের দাবী কোন দুর্ব্যত্তদল শাহজালালকে হত্যা করে ব্যাটারী চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পরদিন গত শনিবার দুপুর আনুমানিক সোয়া ১ টায় মধ্য বাউশিয়া এলাকার কাজলী নদী থেকে পুলিশ লাশ উদ্ধার করে। শাহজালালের মা জামিলা খাতুন জানান, দুই সন্তানের পিতা, ছেলে আবির হোসেনও মেয়ে আমেনাকে নিয়ে শাহজালালের সংসার শাহজালাল তার স্ত্রীর সাথে প্রায় ৮ বছর আগে বিচ্ছেদ হওয়ার পর অটো রিক্সার রোজগারে দুই সন্তানসহ নিজের একচালা একটি ঘরে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে হত্যাকান্ডের শিকার শাহজালালের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই রুবেল সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়ননা তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামী শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছো।