কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্য সামনে রেখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম মিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার ও বীজ ডিলারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকগণ প্রমুখ। চলমান মৌসুমে সার এর বরাদ্দ, উত্তোলন, মজুদ এর বিতরণ বিষয় আলোচনা করা হয়।