প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

কৃষকের পাঁকা ধান কেটে নিলেন দুই প্রভাবশালী 

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কৃষকের পাঁকা ধান কেটে নিলেন দুই প্রভাবশালী 

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

সাইফুল্লা নামে ষাটোর্ধ এক কৃষকের ৮০ শতাংশ জমির পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাসন উপজেলার মুজিব নগর ইউনিয়নের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও ১৭০ শতাংশ জমি পাঁকা ধান কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তারা। অভিযুক্ত প্রভাবশালী ওই দুই ব্যক্তি বাবলু হাওলাদার ও তার জামাতা জাফর বেপারি। তারা দুজন মুজিব নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী কৃষকও একই এলাকায় বসবাস করেন। 

কৃষক সাইফুল্লা তার ক্রয়কৃত ১৭০ শতাংশ জমির ধান কাটতে গেলে বাবলু হাওলাদার ও তার জামাতা জাফর বেপারি গত শনিবার ভোরে বাঁধা দেন। এ ঘটনার ১০ দিন আগেও ওই কৃষকের একই মৌজার ৮০ শতাংশ জমির পাঁকা ধান কেটে নেন এই শ্বশুর-জামাতা। এমন অভিযোগ কৃষক সাইফুল্লার। 

কৃষক সাইফুল্লা বলেন, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা অলিউল্লাহ মেলকার থেকে আমি চরমোতাহার মৌজার ৮৭৮ নং খতিয়ানের সোয়া একুশ গোন্ডা (১৭০ শতাংশ) জমি তের বছর আগে ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ৯৩ হাজার টাকা বায়নাচুক্তিতে চাষাবাদ করে আসছি। বর্তমানে সে এই জমির দলিল না দিয়ে বরং জমির ধান কেটে নিতে বাবলু হাওলাদার ও তার জামাতা জাফর বেপারির মাধ্যমে আমাকে ও আমার ছেলেদের হুমকি দিচ্ছে এবং একই মৌজায় তারা আমার ক্রয়কৃত ১৫৫ নং খতিয়ানের ১০ গোন্ডা (৮০ শতাংশ) জমির পাঁকা ধান দশ দিন আগে কেটে নিয়েছেন। এই জমির কোনপ্রকার মালিকানা নাই বাবলু হাওলাদার ও তার জামাতা জাফর বেপারির।

সাইফুল্লার চাষা নিরব বলেন, আমি এক কানি (১৬০ শতাংশ) জমি কৃষক সাইফুল্লার কাছ থেকে নগদ টাকায় কট (ইজারা) নিয়েছি। ওই জমি সাইফুল্লার চাচাতো ভাই আলমগীর মোল্লা মালিকানা দাবী করেন। যদিও দীর্ঘ বছর ধরে সাইফুল্লার দখলে আছে। বাবলু হাওলাদার আজ সকালে আমার মোবাইলে কল দিয়ে বলছে, এই জমি নিয়ে ঝামেলা আছে, যতদিন এই ঝামেলা চলবে ততদিন আমাদের মারফতে থাকবো। আবার জাফর বেপারি বলছে, তুই ধান আমাকে দিবি। সাইফুল্লার থেকে কটের টাকা উঠাইয়া নিও। জাফর বেপারি আমার ধান আটকাইয়া রাখছে।

একই মৌজায় কৃষক সাইফুল্লার কাছ থেকে নগদ টাকায় ১৬০ শতাংশ জমি কট (ইজারা) নিয়েছেন আরেক চাষা হারুন। চাষা হারুন বলেন, আমি এক কানি (১৬০ শতাংশ) জমি কৃষক সাইফুল্লার কাছ থেকে নগদ টাকায় কট (ইজারা) নিয়েছি। আওয়ামী লীগ সরকার পতনের পর আমার কট নেওয়া জমির মধ্যে জাফর বেপারি ৮ গোন্ডা (৬৪ শতাংশ) জমি দখল নেন। তিনি নাকি সাইফুল্লার কাছ থেকে জমি পাওনা আছে। অভিযুক্ত জাফর বেপারি বলেন, সাইফুল্লার সাথে আমাদের ৫ গোন্ডা জমির বিরোধ রয়েছে। এরা আওয়ামীলীগ করত, আমরা করছি বিএনপি। আওয়ামীলীগের সময় তারা আমাদের জমি জোরকরে দখলে নিয়েছিলো। ৫ আগষ্টের পর ওই জমি আমরা দখলে নিয়েছি এবং আমাদের কাগজ আছে। অভিযোগের বিষয়ে জানতে বাবলু হাওলাদার এর মুঠোফোনে একাধিক কল দেওয়ার পরেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। দুলারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ইফতেখার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

‘সারাদেশ’ : আরও খবর

» বোয়ালখালীতে খালের গর্ভে বিলীন চলাচলের সড়ক

» রাউজানে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতঘর

» রৌমারীতে ধান-চাল সংগ্রহ শুরু

» রায়গঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

» পোরশায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

» প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

» টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

» হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

» নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

» সাঘাটায় হানাদার মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

» বরুড়ায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ

» মহেশপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

» ‘লাইনম্যানের’ দৌরাত্মে দিশেহারা সিএনজি অটোরিক্সা চালকরা

» ভালুকায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

» মীরসরাইয়ে ভূমিকম্প ঝুঁকিতে এক যুগের পুরোনো ভবন

» ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা

» রাজশাহী নগরীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

» রাজবাড়ীতে পেঁয়াজের কেজি ১৪০

» বাগেরহাটের চাঞ্চল্যকর বিএনপি নেতা হায়াত হত্যা মামলার ৬ আসামীকে কারাগারে প্রেরণ

» মোহনগঞ্জে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক