সড়কে শৃঙ্খলামানুন, নিরাপদ রাজশাহী গড়ুন প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ানগরীতে রাজশাহী মেট্রোপলিটনপুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো.জিল?লুর রহমান।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূণর্ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল হোসেন ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।