হবিগঞ্জে মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল হক (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। সোমবার, (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭ টার দিকে রতনপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গারাও গ্রামের ফজলুল হকের ছেলে। মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।