রৌমারীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম করেছে সরকার। গতকাল রোববার দুপুরে রৌমারী উপজেলা খাদ্যগুদামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৪ মেট্রিক টন ও আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৬৭ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে ধান সংগ্রহের জন্য কৃষকের তালিকা প্রস্তুত করে লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হবে। প্রতি কৃষক ৩ মেট্রিক টন করে আমন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এবার প্রতি কেজি আমন ধানের মূল্য ৩৪ টাকা, চালের মূল্য ৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে আমন ধান-চালের সঠিক গুনগতমান ও আদ্রতা নির্ধারণ নিয়ে কঠোর হুশিয়ারি বার্তাও দেন সদ্য যোগদান করা ইউএনও আলাউদ্দিন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (ওসি, এলএসডি) কর্মকর্তা লিটন কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক জাকিরুল ইসলাম, স্থানীয় মিল মালিক আবুল কাশেম প্রমুখ।
ক্যাম্পাস: ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত
সারাদেশ: রৌমারীতে ধান-চাল সংগ্রহ শুরু