দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে শনির আখড়ার ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার, (০৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা দুপুরে হঠাৎ সড়কে নেমে শনির আখড়া পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধ শুরু হওয়ার পর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়, যার প্রভাব পড়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারসহ আশপাশের এলাকায়।
যানজটের ধাক্কা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত পৌঁছে যায়, আর সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় আটকা থেকে ভোগান্তি পোহাতে হয়। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ৩টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।