হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রাসেল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১০টায় থেকে ১১টা পর্যন্ত উপজেলার কাকাইলছেও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাসেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের আল কোরআন সওদাগরের সঙ্গে কুমেদপুর গ্রামের হান্নান মিয়ার পূর্ব বিরোধ ছিল। এরই জেরে গতকাল সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় একে অপরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর চালায় ও লুটপাট করে। এতে অন্তত ১০ জন আহত হয়। এরই জের ধরে মঙ্গলবার, সকালে উভয়পক্ষের লোকজন কাকাইলছেও খেলার মাঠ সংলগ্ন এলাকায় আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাসেল মিয়াসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো