বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারকালে নৌবাহিনীর হাতে আটক ৪৭ জন ভারতীয় জেলে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে সোমবার মোংলা বন্দর থেকে স্বদেশে প্রস্তান করেছে। প্রায় ৪ মাস বাগেরহাট জেলা কারাগারে বন্দি থেকে আদালতের নির্দেশে রোববার বিকালে তারা মুক্তি পায়।
ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতীয় এ জেলেদের বাংলাদেশ কোষ্টগার্ডের মোংলাস্থ পশ্চিম জোনের হেফাজতে রাখা হয়। গতকাল সোমবার সকালে কোষ্টগার্ডের জেটি থেকে ভারতীয় এ জেলেদের ব্যবহৃত মাছধরা ট্রলারসহ প্রস্তানের ব্যবস্থা করা হয়।
মোংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সোমবার বিকালে ৪৭ জন ভারতীয় জেলের স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় এ জেলেরা গত প্রায় ৪ মাস আগে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্রে টহল টিমের হাতে আটক হয়ে বাগেরহাট কারাগারে বন্দি ছিল। পরে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বাগেরহাটে আদালতের মাধ্যমে রোববার বিকালে তাদের মুক্তি দেয়া হয়।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো