বাংলাদেশ কোষ্টগার্ডের বাগেরহাটের মোংলাস্থ পশ্চিমজোনের সদস্যদের অভিযানে ৭২ কেজি হরিনের মাংসসহ ৪ জন চোরা শিকারী আটক হয়েছে। এ সময় হরিন শিকারের ফাঁদ জব্দকরা হয়।
গোপন খবরের ভিত্তিতে সুন্দরবনের কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকায় অভিযান পরিচালনা করে হরিনের মাংস, ২টি হরিনের মাথা ও ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি আভিযানিক দল কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, মাথা, হরিণ শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো