মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত গণশুনানিতে অভিযোগ করে সমাধানের প্রতিশ্রুতি পেয়েছেন অভিযোগকারীরা। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়। যেখানে উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও মুক্তাগাছা থানা পুলিশের অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রায় ৪ শতাধিক সাধারণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২৩ জন অভিযোগকারী সরকারী প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ২৮টি অভিযোগ ও পরমর্শ উত্থাপন করেন। এর আগে ‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই’ স্লোগানকে ধারণ করে সকাল ১০ টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে অভিযোগকারীগণ কর্তৃক উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল, উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ থেকে সেবা পেতে হয়রানি, স্বজনপ্রীতি, দালারদের দৌরাত্ম, সেবা পেতে বিলম্ব, ঘুষ লেনদেন এ বাধ্য করা, নামজারি বা খারিজ করতে কৌশলে অতিরিক্ত অর্থ আদায়, রশিদ ব্যতিত অর্থ লেনদেন, কর্মকর্তার অনুপস্থিতি, অফিসের সময়সূচি অনুসরণ না করা, দায়িত্বে অবহেলা, অভিযোগ ও পরামর্শ বক্স না থাকা, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনযোগের ঘাটতি, তথ্য প্রকাশে অনীহা ইত্যাদি। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করা, প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য অনুরোধ করেন অংশগ্রহণকারীগণ। উত্থাপিত অভিযোগসমূহ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি অংশগ্রহণকারীদের প্রতি দুর্নীতি হ্রাস, নিয়ন্ত্রণ ও প্রতিকারে নানাবিধ আইন ও পদ্ধতি বা টুলস ব্যবহারের পরামর্শ প্রদান করেন।
যেকোনো অভিযোগের সমাধান পেতে তার দপ্তরে দ্রুত জানানোর জন্যও তিনি উৎসাহিত করেন। গণশুনানিতে সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম শফিউল বারী, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ।
সারাদেশ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
সারাদেশ: কুমিল্লায় ভ্যাট দিবস পালন
সারাদেশ: কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস আজ