image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফায়ার সার্ভিস বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সিলেটের উদ্যোক্তা কামরান তালুকদার

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সম্প্রতি নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ইমতিয়াজ কামরান তালুকদার সিলেটের বিশ্বনাথ উপজেলার মুসলিম সমভ্রান্ত পরিবারের সন্তান।

সম্প্রতি