image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তহশিলদারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশিলদার) কাজী মো. জাহিদুল ইসলাম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গত সোমবার রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন স্থানীয় এক কৃষক। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারী করেছেন। বাদী পক্ষের আইনজীবি মো. জসিম উদ্দীন এর সত্যতা নিশ্চিত করেন।

মামলার বাদী, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে ভুইয়ার হাওলা গ্রামের জয়নাল গাজী জানান,তার বাবা আ: মজিদ গাজী ১৯৮৭ সালে ১.৫ একর জমি বন্দোবস্ত নিয়ে নিরিবিলি ভোগ দখল করছেন।

গত ২৮ নভেম্বর আসামীরা ওই জমিতে ঢুকে অন্য এক ব্যক্তির মাছের ঘেরে যাতায়াত সুবিধার জন্য ভেকু মেশিন দিয়ে রাস্তা ও বাঁধ নির্মাণ করেন। এতে বাদী আপত্তি জানালে জমি থেকে উচ্ছেদ করার ভয় দেখিয়ে, জাহিদের দুই সহযোগী রাব্বি মৃধা ও মানিক মোল্লা বাদীর কাছে থাকা ৭ হাজার টাকা হাতিয়ে নেয়, এর আগেও জাহিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

উল্লেখ্য, ঘুষ দুর্নীতির অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন ভুমি অফিস ঘেরাও করেন জনগন। অবরুদ্ধ করে রাখেন তহশিলদার জাহিদকে। পরের দিন ১৫ সেপ্টেম্বর তারা রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে,২৫ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একই অভিযোগ করেন। এছাড়াও গত ১২ অক্টোবর জাহিদের ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন স্থানীয়রা। এরপরও টনক নরেনি জাহিদের।

জানতে চাইলে তহশিলদার জাহিদ বলেন, বাঁধ কাটাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করা হচ্ছে।

সম্প্রতি