image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সের শিশু শাহবাব মন্ডল ও তিন বছর বয়সের আবু তোহা মন্ডল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার, (১০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু শাহবাব মন্ডল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং আবু তোহা মন্ডল একই এলাকার আবু তালেবের ছেলে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাদ দিয়ে চেয়ারম্যান সরবেশ আলী জানান, বুধবার সকালে ওই দুই শিশু তালেব মন্ডলের বাড়িতে খেলা করছিল। এ সময় সবার অজান্তে বাড়ি ঘেঁষা পুকুরের পানিতে পড়ে যান তাঁরা। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্প্রতি