image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে ছিনতাই হওয়া সয়াবিন তেলভর্তি ট্রাক উদ্ধার

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ঢাকা-রংপুর মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ধাওয়া করে উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাইকারীরা পুলিশের টহল ভ্যানে চাপা দেওয়ার চেষ্টা করে এবং পরে ট্রাক ফেলে পালিয়ে যায় । মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ভোর রাত সোয়া ৪টার দিকে হাইওয়ে পুলিশ ৯৯৯ এর মাধ্যমে একটি জরুরি কল পায়। কলে জানানো হয়, ঢাকা মেট্রো-ট ২০-৪৪৯৯ নম্বরের একটি সয়াবিন তেল বোঝাই ট্রাক মহাস্থান গোকুল এলাকা থেকে ছিনতাই হয়েছে। বিষয়টি জানার পর শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদ রানা, সার্জেন্ট আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার পূর্ব পাশে নাবিল রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসান।

চেকপোস্ট ডিউটির সময় ছিনতাই হওয়া ট্রাকটি দেখতে পেয়ে পুলিশ থামার জন্য সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে ঢাকার দিকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সার্জেন্ট মাসুদ রানা, আল-আমিন টহল দলের অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ ট্রাকটির পিছু ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক টহল পুলিশের পিকআপ ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ট্রাকটি ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে টহল পুলিশ ট্রাকটির সামনে এসে ব্যারিকেড সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক ট্রাকটি রাস্তায় ফেলে রেখে পার্শ্ববর্তী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পুলিশ ছিনতাই হওয়া ট্রাক থেকে মোট ৭০ ড্রাম খোলা সয়াবিন তেল উদ্ধার করে জব্দ করেছে।

সম্প্রতি