টাঙ্গাইলেরর ধনবাড়ীতে প্রান্তিক পর্যায়ে উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদণা উফসী ও হাইব্রীড জাতের ধান বীজসহ এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলার প্রান্তিক ৮শ কৃষকের মাঝে জনপ্রতি উফসী জাতের ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়। এছাড়াও হাইব্রীড জাতের ধান বীজ ২ কেজি করে ৫শ ৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
আন্তর্জাতিক: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ
আন্তর্জাতিক: কী কারণে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা
সারাদেশ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম