image
টাঙ্গাইল : ধনবাড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয় -সংবাদ

ধনবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলেরর ধনবাড়ীতে প্রান্তিক পর্যায়ে উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদণা উফসী ও হাইব্রীড জাতের ধান বীজসহ এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলার প্রান্তিক ৮শ কৃষকের মাঝে জনপ্রতি উফসী জাতের ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়। এছাড়াও হাইব্রীড জাতের ধান বীজ ২ কেজি করে ৫শ ৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

সম্প্রতি