image
চিলমারী (কুড়িগ্রাম) : সড়ক বিহীন ব্রিজ -সংবাদ

চিলমারীতে ব্রিজে সংযোগ সড়ক নেই

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চিলমারীতে ব্রিজ নির্মাণের বছর পেরিয়ে গেলেও রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারো মানুষ। উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া সাব বাঁধ এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়কের কাজ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার দুই শতাধিক পরিবারের হাজারো মানুষ। জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া সাববাঁধ এলাকায় দুই গ্রামের মাঝে ১১ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজের কাজ করা হয়। যার প্রাক্কলিত ব্যয় ৪২লক্ষ ৬৩ হাজার ৯০৭ টাকা। ব্রিজটির কাজ পান কুড়িগ্রাাম কাঁঠালবাডি এলাকার নুসরাত জাহান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সে সময়ে ব্রিজের কাজ শেষ করা হলেও করা হয়নি সংযোগ সড়কের কাজ। এতে চরম ভোগান্তিতে রয়েছে ওই দুই গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দক্ষিণ খরখরিয়া সাববাঁধ এলাকায় দেখা যায়, দুই গ্রামের মাঝে ১১ মিটার দৈর্ঘ্যরে সদ্য নির্মিত ব্রিজ দাঁড়িয়ে থাকলেও দুই পাশ্বে সংযোগ সড়ক না থাকায় মানুষ চলাচল করতে পারছে না। ব্রিজের নিচ দিয়ে অতি কষ্টে চলাচল করতে হয়। এসময় স্থানীয় বাসিন্দা সকিনা বেগম, বিলকিস খাতুন, আমজাদ হোসেন, নুরনবি মিয়াসহ অনেকে বলেন, বছর খানেক আগে সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ চলতে পারে না। সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। দীর্ঘ সময় ধরে এই অবস্থা। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

সম্প্রতি