image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর চারঘাট সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সহকারী পরিচলাক মো. সোহাগ মিলন জানান, রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) এর চারঘাট বিকল্প বিওপি এলাকায় চারঘাট মডেল থানার গোপালপুর নামক বাগানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদককারবারী ওৎ পেতে বসে আছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চারঘাট বিওপি গতকাল মঙ্গলবার দিনগত রাতে হানা দিলে মাদককারবারীরা একটি প্যাকেট ফেলে কৌশলে পালিয়ে যায়। এ সময় বিজিবি ফেলে যাওয়া প্যাকেট খুলে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট দেখে তা জব্দ করে। জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট চারঘাট মডেল থানায় জমা দেয়া হয়েছে। এছাড়াও তিনি জানান পালিয়ে যাওয়া মাদককারবারীদেও শনাক্তকরণ ও তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্প্রতি