আবাদি জমির প্রাণ হিসাবে পরিচিত টপসয়েল বা উপরিভাগের মাটি কাটার মহোৎসব চলছে গোবিন্দগঞ্জে। চলতি মৌসুমে আমন ধান ঘরে তোলার পরেই শুরু হয়েছে এই মাটি লুটের যজ্ঞ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের উর্বর কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ৩০টি ইটভাটায়। এতে আশঙ্কাজনক হারে কমছে এবং আবাদি জমি নষ্ট হচ্ছে মাটির উর্বরতা।
প্রশাসনের নিরবতার কারণে মাটি খেকো সিন্ডিকেটের দৌরত্ব বেড়েই চলছে। উপজেলার সাপমারা, কামদিয়া, সাখাহার ইউনিয়নের আবাদি জমি উপরিভাগের মাটি কাটা বেশি পরিলক্ষিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাটির উপরিভাগের ৮ থেকে ১০ ইঞ্চি স্তর বা টপসয়েলের ফসলের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপদান সবচেয়ে বেশি থাকে। কৃষি বিভাগের মতে এই স্তর কেটে দিলে জমির উর্বরতা মারাত্বকভাবে হ্রাস পায় এবং তা পূণরায় ফিরে আসতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।
টপসয়েল সরে গেলে মাটির নিচের শক্ত ও পাথুরে স্তর বেরিয়ে আসে যেখানে পানির ধারন ক্ষমতা থাকে না বল্লেই চলে। এতে জমি ধীরে ধীরে অনাবাদি হয়ে মরুভূমিতে পরিণত হওয়ার ঝুকি তৈরি হয়। দীর্ঘ দিন থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০টি ইটভাটার মালিকগণ এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে ইটভাটার মালিকদের সাথে যোগ সাজোস রেখে আবদি ফসলের বিশাল ক্ষতি করছে। এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক: ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো’র ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
আন্তর্জাতিক: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ
আন্তর্জাতিক: কী কারণে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা