দীর্ঘ ১৯ বছর ধরে ঝুলে আছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবা। শুধুমাত্র অবকাঠামো নির্মাণ না হওয়ায় ৫০ শয্যার পূর্ণাঙ্গ রূপ পায়নি এ হাসপাতালটি। অপারেশন থেকে শুরু করে প্রায় সব ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা থাকলেও এখানে সেই সেবা মিলছে না। সামান্য কাটাছেঁড়ার জন্য রোগীকে টাঙ্গাইল রেফার্ড করা হয়।
জানা যায়, ১১১ বছরের পুরাতন থানা বাসাইল। সারাদেশের সব উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় রূপান্তরের গেজেট হলে ২০০৬ সালে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন এখানে ভবন নির্মাণের কাজ পায়। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর সরকারের সাথে নানা টানপোড়েনে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে নির্মাণ কাজ। দীর্ঘ ১৯ বছর ধরে থমকে আছে উপজেলার আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবা। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থেকে শুরু করে প্রায় সব ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা হয়। অথচ সামান্য কাঁটাছেঁড়ার রোগীকে বাসাইল থেকে টাঙ্গাইলে রেফার্ড করা হয়।
রোগী ও স্বজনরা জানায়, বাসাইল হাসপাতালে ২৭ জন ডাক্তারের পোষ্ট থাকলেও তাদের বসার মতো জায়গা নেই। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দিতে হচ্ছে। রোগীদের কোন গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্যসেবা। দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেও বাসাইলে তা সম্ভব হচ্ছে না। ডাক্তার, নার্স, যন্ত্রপাতি সবই আছে, নেই শুধু অবকাঠামো। এ সমস্যার দ্রুতই সমাধান চায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বাসাইলবাসী।
এ বিষয়ে চিকিৎসকরা জানান, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তারচেয়ে বেশিই এই এলাকার মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের নতুন ভবন থাকলে হয়তো আরো ভালো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হতো।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি তিন মাস পর পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হচ্ছে। কিন্তু সমাস্যার সমাধান হচ্ছে না। এ কারণে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক: ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো’র ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি