পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিস্ট হয়ে রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন স্বামী সাইফুল ইসলাম (৫৩)। গতকাল মঙ্গলবার পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকায় ট্রাক টার্মিনালের দক্ষিণে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিনা জেলার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত স্বামী সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার। স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেল যোগে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন এই দম্পতি। পরে ট্রাক টার্মিনালের সামনে দক্ষিণে তেলিপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যায়।
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর