image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভোলাহাটে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার প্রান্তিকচাষীদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা হিসেবে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন বুধবার, (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বীজ-সারের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী, নয়া নির্বাচন অফিসার মো. রাকিব হাসান, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মো. লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।

অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক ধরণ হিসেবে বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ৬’শ উপশী ও দেড়’শ জন হাইব্রিড জাতের বীজ প্রদান করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি