image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীর সংবর্ধনা

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।

সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, নারী সংগঠক লতিফা আখতার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক খানসহ সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তাগণ, এনজিও প্রতিনিধি ও সুধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেল্লাল হোসেন, সহযোগিতা করেন অফিস সহকারী আনিছুর রহমান। সব শেষে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির বাছাইকৃত ৫ক্যাটাগরির সুপারিশপ্রাপ্ত ৫ নারীকে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র প্রদান করা হয়। অদম্য নারীরা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার কয়লা গ্রামের মমতাজ পারভিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার মির্জাপুর গ্রামের ডাক্তার নাজমুন নাহার রাণী, সফল জননী নারী উপজেলার দক্ষিণ ভাদিয়ালী ময়না খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী উপজেলার মাদরা গ্রামের মোছা: পারুল খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী উপজেলার রাজনগর গ্রামের মনোয়ারা। পরে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি