সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। বুধবার, (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব শোভন (তমাল সরকার) সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ এবং সদস্য মো. হাসিবুর রহমান হাসিবের যৌথ সঞ্চালনা করেন। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা ও শেখ রিয়াদ প্রমুখ। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তার সুযোগ সম্প্রসারণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। মানবাধিকার রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তারা মত দেন। পরে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের জেলা ও উপজেলা শাখার সদস্যরা দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও রায়গঞ্জ উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না