image
সাপাহার (নওগাঁ) : জবই বিলে পাখির আনাগোনা -সংবাদ

ঐতিহ্যবাহী জবই বিলে কমছে পাখির সংখ্যা

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পাখির প্রজাতিগত বৈচিত্র বেড়েছে, তবে সামগ্রিক সংখ্যায় ঘটেছে উদ্বেগজনক পতন। ‘জবই বিলের পাখি জরিপ ২০২৫’ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জরিপ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। জরিপ তথ্য দেখা যায়, চলতি বছরে জবই বিলে ২৬ প্রজাতির পরিযায়ী ও ১৮ প্রজাতির দেশি পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে। এ বছর বিলে পাখির সংখ্যা পাওয়া গেছে প্রায় ২ হাজার ২৫৮টি। অথচ গত বছর একই এলাকায় পাখির সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সংখ্যায় বড় ধরনের কমতি এসেছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়েছে—প্রজাতি বৃদ্ধির পাশাপাশি সংখ্যা হ্রাস পাওয়া বিলের পরিবেশগত ভারসাম্যহীনতারই ইঙ্গিত। জরিপ প্রতিবেদনে পাখি কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিলের আবাসস্থলের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া। নিয়ম না মেনে মাছ আহরণসহ জলজ পরিবেশে অনিয়ন্ত্রিত হস্তক্ষেপ। শামুক-ঝিনুক নিধনের ফলে পাখিদের খাদ্যসংকট সৃষ্টি হওয়া। চলতি বছর এই জরিপ কার্যক্রমে সহযোগিতা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (রাজশাহী), উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক কারিম, সভাপতি ফরহাদ হোসেন, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দিন, বাবুল আক্তার, উপদেষ্টা ও শিক্ষক মোশাররফ হোসেন, জাকারিয়া আলম, দেলোয়ার হোসেনসহ সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিরা। প্রধান আলোচক বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর কবির বলেন, জবই বিলের মতো প্রাকৃতিক জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পর্যায়ে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা জরুরি। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জবই বিলের পাখি ও তাদের আবাসস্থল রক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি