কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে ২৫২ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৪ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ টাকা ব্যয় নির্ধারিত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে অপ্সরা ট্রেড ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সরকার প্রকল্পটি অনুমোদন করেছে। দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ দুর করাই এখন আমাদের লক্ষ্য। কাজ শেষ হলে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও দেবিদ্বার নিউমার্কেট এলাকার ভোগান্তি দুর হবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। এর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট হাইওয়ের দেবিদ্বার নিউ মার্কেট চত্বর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ সহ্য করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দিত। সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাস, পণ্যবাহী ট্রাক ও সিএনজি চালকদের মধ্যেও আনন্দ দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম শামীম ও মো. শামীম কায়সার, জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধি রাকিবুল ইসলাম (হৃদয়), সদস্য শফিকুল ইসলাম পাখি, মো. রায়হান আহম্মেদ, প্রতিনিধি মো. জয়নাল সরকার ও মো. জালাল আহমেদ এবং জাতীয় যুবশক্তির প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপ্সরা ট্রেড ইন্টারন্যাশনালের হিসাবরক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ২০২৬ সালের মার্চের মধ্যে কাজ সম্পন্ন হবে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঞা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ৩-৪ মাসের মধ্যেই কাজ শেষ হবে।
অর্থ-বাণিজ্য: এসএমই মেলায় নানা পণ্যের আকর্ষণীয় সমাহার.
বিজ্ঞান ও প্রযুক্তি: পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু
বিজ্ঞান ও প্রযুক্তি: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইসিটি উইমেন অব দ্য ইয়ার স্বীকৃতি পেলো আম্বারীন রেজা
সারাদেশ: হারিয়ে যাচ্ছে মাটির ঘর