সিরাজগঞ্জে ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বাসে ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বুধবার বলেন, জরুরি নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন ফাঁকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ধলটেংগর গ্রামের ট্রাক চালক নাজমুল হোসেন (৩০), চালকের সহকারী একই এলাকার সোলাইমান হোসেন (২৫) এবং ভূয়াপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)।
ওসি ইসমাইল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী বাসের যাত্রী ছিলেন কুমিল্লার বিশেষ জেলা ও দায়রা জজ মো. মোহাসিনুল হক। সেই বাসটি আটকিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। তখন তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে নিউ মায়ের আচঁল হোটেলের সামনে থেকে তিনজনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অর্থ-বাণিজ্য: এসএমই মেলায় নানা পণ্যের আকর্ষণীয় সমাহার.
বিজ্ঞান ও প্রযুক্তি: পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু
বিজ্ঞান ও প্রযুক্তি: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইসিটি উইমেন অব দ্য ইয়ার স্বীকৃতি পেলো আম্বারীন রেজা
সারাদেশ: হারিয়ে যাচ্ছে মাটির ঘর