পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরদ্ধে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করে।
গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ টভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মন্ডলকে দুই লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় এবং ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান, পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধরাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাইসেন্স নবায়ন না থাকা ও বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে শিরিন ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস। সংশ্লিষ্ট আইন ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ৫, ৬ এবং ৮(১) ধারায় শিরিন ব্রিকস ফিল্ডসের মালিক সানুর মিয়াকে অভিযুক্ত করে নগদ তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে জানা যায়, ইটভাটাটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছিল। পাশাপাশি কৃষিজমি থেকে কাঁচামাল হিসেবে মাটি ব্যবহার, কৃষিজমিতে ভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের মতো অবৈধ কর্মকাণ্ডও চালানো হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, এরা দীর্ঘদিন যাবৎ লাইসেন্স নবায়ন না করে বিভিন্ন অবৈধ পদ্ধতিতে ইট প্রস্তুত করছে। কৃষিজমির ক্ষতি করে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত লাইসেন্স নবায়নসহ সকল আইনি বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল
অর্থ-বাণিজ্য: এসএমই মেলায় নানা পণ্যের আকর্ষণীয় সমাহার.
বিজ্ঞান ও প্রযুক্তি: পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু