image
শ্রীমঙ্গল : উদ্ধারকৃত অজগর -সংবাদ

শ্রীমঙ্গলে গাছের ডাল থেকে অজগর উদ্ধার

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডাল থেকে অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১টার দিকে স্থানীয় লোকজন সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সাপটিকে মারার চেষ্টা চললে বিষয়টি দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে তাদের মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। ফাউন্ডেশনের পরিচালক স্বপনকুমার দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় প্রায় ৪০ মিনিট প্রচেষ্টার পর গাছের ডাল কেটে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, অজগরটি বেশ কিছুদিন ধরে আশপাশের বাড়ির হাঁসমুরগি ও ছাগল খেয়ে ক্ষতি করছিল। গাছে অবস্থান নেওয়ায় প্রথমে সাপটিকে মারা সম্ভব হয়নি। তবে উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য যে, গত ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত নোয়াগাঁও ও ইছবপুর এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ মোট ছয়টি বিশাল আকৃতির অজগর উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি