রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী সাজিদকে দীর্ঘ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর একটি গর্তে পড়ে যায় শিশুটি। ঘটনার পর বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল। নিখোঁজ সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে।
এদিকে আজ উদ্ধার তৎপরতা পরিদর্শনে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সেখানে পৌঁছান। ঘটনাস্থলে তিনি বলেন, “শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কাজ চলবে। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত যেতে হবে। এটি ছাড়া আর কোনো উপায় নেই।”
উদ্ধারকাজে যুক্ত ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, গর্তে সার্চ ভিশন ক্যামেরা নামানো হলেও ৪৫ ফুটের পর আর ক্যামেরা নিচে নামছে না। এই পরিস্থিতিতে কীভাবে উদ্ধারকাজ এগিয়ে নেওয়া যায়—তা নিয়ে শিশুটির পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করবে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে এখানে গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা আছে। এমন অবস্থায় কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নামে এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পরীক্ষা করার উদ্দেশ্যে গর্তটি খনন করেছিলেন। পরে তিনি গর্তটি ভরাট করলেও বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গভীর গর্ত তৈরি হয়। সেই গর্তেই পড়ে যায় সাজিদ।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু করা হয়। ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। রাত ১০টার দিকে ছোট এক্সকাভেটর দিয়ে খনন করা সম্ভব না হওয়ায় রাজশাহী সিটি করপোরেশন থেকে বড় এক্সকাভেটর এনে কাজ শুরু করা হয়। আজ সকাল আটটার দিকে প্রায় ৩৫ ফুট গভীর পর্যন্ত মূল গর্তের পাশ কেটে দেখলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শিশুটি আরও গভীরে নেমে গেছে।
উদ্ধারকর্মীরা শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল