নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে ‘১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ’ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ৫০ মিটার ভেতরে জামালের ঘের এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রহমত উল্লাহ (২৫), পিতা—মোঃ হোসেন। সে রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন ০৮ (ই), ব্লক-৮১।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল