image

সিরাজদিখানে ২৫০ শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৫০জন শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পে মোট ২৫০ শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন করা হয়। সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাব মাত্র ৫০০ টাকার বিশেষ প্যাকেজে সুন্নতে খাৎনার পাশাপাশি প্রতিটি শিশুকে একটি লুঙ্গি, একটি গামছা ও পাঁচ দিনের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। জনসাধারণের জন্য সুলভ মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করতেই আয়োজনটি করা হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

ঢাকা থেকে অভিজ্ঞ সার্জনদের একটি বিশেষ মেডিকেল টিম ক্যাম্পের সার্জিক্যাল কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা, স্বচ্ছতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরো টিম দিনজুড়ে নিবেদিতভাবে দায়িত্ব পালন করেন।

ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন আইডিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু তাহের শরীফ, সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, ম্যানেজার শাহ আলম, ডিরেক্টর সুদীপ সরকার এবং ডিরেক্টর সালাউদ্দিন ভুইয়া। তারা ক্যাম্পের সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসক টিমের কাজের প্রশংসা করেন।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এমবিবিএস ডা. আমির হামজা বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত কমিউনিটি বেইজড বিভিন্ন ধরনের ক্যাম্প আয়োজন করে আসছি। এই ক্যাম্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বড় একটি অংশ উপকৃত হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত থাকলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি