image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আখাউড়া-সিলেট রেলওয়ের জমির জায়গা প্রভাবশালীদের দখলে

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার আওতাধীন সিলেট-আখাউড়া রেলপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগরসহ মোট ৯টি স্টেশনের হাজার কোটি টাকার রেলওয়ে জমি দীর্ঘদিন ধরে সঙ্ঘবদ্ধ প্রভাবশালী গোষ্ঠীর দখলে রয়েছে। শহরের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এসব সরকারি জমি দখল করে কেউ দোকান পরিচালনা করছেন, কেউ আধাপাকা স্থাপনা গড়ে ভাড়া দিচ্ছেন, আবার কেউ কৃষি খামার পর্যন্ত তৈরি করেছেন।

অভিযোগ রয়েছে, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের উদাসীনতা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার সুযোগে এসব জমি বহু বছর ধরে বেদখল অবস্থায় পড়ে আছে। কিছু জায়গা লীজ নেওয়া হলেও, অধিকাংশই অবৈধভাবে দখল করে বহু স্থাপনা গড়ে তোলা হয়েছে। বিশেষ করে শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়ার সচল স্টেশনগুলোর জমির বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি। মনু, টিলাগাঁও, ভাটেরা, লংলা ও বরমচালএই পাঁচটি বন্ধ স্টেশনের আশপাশের বিপুল পরিমাণ রেল জমিও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। সরেজমিনে শ্রীমঙ্গল, শমশেরনগর ও কুলাউড়া স্টেশনে দেখা যায়, রেলওয়ের জমিতে অগণিত স্থায়ী ও আধাপাকা স্থাপনা নির্মিত হয়েছে। এসব এলাকায় প্রতি শতক ভূমির দাম ২০–৫০ লাখ টাকা পর্যন্ত, ফলে রেলের জমি দখল হয়ে ব্যক্তিমালিকানায় ভাড়াবাণিজ্যে পরিণত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, মাঝে মাঝে অভিযান চালানো হলেও উদ্ধার হওয়া জমি কিছুদিন পরই আবার দখলে চলে যায়। অনেকেই দাবি করেন, তারা ‘৯৯ বছরের লীজ’ নিয়েছেন—যদিও রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, রেলওয়ে কখনোই দীর্ঘমেয়াদি এমন লীজ দেয় না এবং লীজ থাকলেও কোনো পাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। রেলওয়ের কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা প্রয়োজন এবং বিষয়টি ভূসম্পত্তি বিভাগ দেখভাল করে। নতুন দায়িত্বপ্রাপ্ত কুলাউড়া কাচারির আমিন এস.এম. আব্দুল্লাহ জানান, কৃষিজমিতে স্থাপনা তৈরি সম্পূর্ণ নিষেধ এবং লীজ নবায়ন না করলে তা অবৈধ হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ভূসম্পত্তি) কাজী ওয়ালি-উল-হক গণমাধ্যম কর্মীদের জানান, মৌলভীবাজারে রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

রেলের কোটি কোটি টাকার সরকারি সম্পদ এভাবে প্রভাবশালীদের দখলে পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি