কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা সভায় বলেন, মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগেই হতে পারে এই ঘৃন্য মুলক অপরাধ রোধ করতে। যে যেখানে আছেন বা থাকেন সেখান থেকে পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান, উদ্যেক্তা সারমিন আক্তার, মাসুম বিল্লাহ, সাতক্ষীরা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এম আর এসসি কোঅর্ডিনেটর হুমায়ন রশীদ, কলারোয়া ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন প্রমুখ।
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা