image

শ্রীমঙ্গলের লাল টিলা পাহাড়ে কালী মন্দির

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল

চাবাগানের সবুজে মোড়ানো পাহাড়ি জনপদ শ্রীমঙ্গল। এই সবুজের মাঝেই দেশের বৃহৎ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগান এলাকার লাল টিলা—যেখানে প্রকৃতি, ঐতিহ্য ও নীরবতার অনন্য মিশেল খুঁজে পান ভ্রমণপিপাসুরা। শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে অল্প দূরেই অবস্থিত এই পাহাড়ি অঞ্চলটি সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।

লাল টিলার নামের নেপথ্যে রয়েছে এর মাটির স্বতন্ত্র রং। টিলার বেশিরভাগ অংশ লালচে মাটিতে গঠিত, যা দূর থেকেও সহজেই দৃষ্টি কাড়ে। টিলার গা বেয়ে ওপরে ওঠার পথে দুই পাশজুড়ে দেখা মেলে চাবাগানের দীর্ঘ সারি, শতবর্ষী গাছগাছালি এবং পাখির কোলাহল। পাহাড়ের চূড়ায় পৌঁছালে চোখে পড়ে কালী মন্দির—যা বহু বছর ধরে স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক জীবনের অংশ হয়ে আছে। স্থানীয়দের দাবি, কালী মন্দিরটি এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচিত। প্রতিদিনই ভক্তরা এখানে আসেন প্রার্থনা ও পূজা–অর্চনা করতে। পূজা উপলক্ষ্যে টিলার আশপাশে ছোটখাটো আয়োজনও দেখা যায়। তবে সাজসজ্জার জাঁকজমকের চেয়ে এখানে বেশি লক্ষণীয় শান্ত পরিবেশ—যা ভ্রমণকারীদের কাছে জায়গাটিকে আলাদা করে তোলে।

টিলার শীর্ষ থেকে চারপাশ তাকালে দেখা যায় ঢেউ–খেলানো পাহাড়ের সারি আর চাবাগানের অবিরাম সবুজ। বিশেষ করে ভোরের আলো ও বিকেলের শেষ সূর্যকিরণ লাল টিলাকে করে তোলে আরও মোহনীয়। অনেক ফটোগ্রাফার এখানকার আলো–ছায়ার খেলা ধরে রাখতে নিয়মিতই আসেন। স্থানীয় প্রশাসনের মতে, লাল টিলা–কালী মন্দির এলাকাটিতে পর্যটকের আগ্রহ বাড়ছে। সড়কপথ তুলনামূলক ভালো হওয়ায় শ্রীমঙ্গলের কেন্দ্র থেকে সহজেই পৌঁছানো যায়। তবে পর্যটকদের জন্য আরও সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা মনে করেন, সামান্য পরিচর্যা ও নির্দেশনাব্যবস্থা যুক্ত হলে এটি শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় স্পটে পরিণত হতে পারে।

ফুলছড়া এলাকার বাসিন্দা ও সাবেক চা শ্রমিক নেত্রী ফাল্গুনী বুনার্জী রিতা গণমাধ্যম কর্মীদের জানান, “লাল টিলা আমাদের গর্ব। আগে শুধু স্থানীয়রাই আসত, এখন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে। পরিবেশটা খুব শান্ত—যারা একটু নিরিবিলি খুঁজেন, তাদের জন্য আদর্শ জায়গা।” প্রকৃতিপ্রেমী, ধর্মীয় পর্যটক কিংবা নিছক বেড়াতে আসা মানুষের কাছে লাল টিলা এখন শ্রীমঙ্গলের একটি অপরিহার্য নাম। টিলা, মন্দির, চা–বাগান ও নিসর্গের মিলনে গড়ে ওঠা এই দৃশ্যপট দিন দিন পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা যোগ করছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি