বাগেরহাটের মোংলা বন্দর এলাকা ও মোল্লাহাট উপজেলার মহাসড়কে পৃথক ২ টি সড়ক দূর্ঘনায় একজন শ্রমিক ও একজন অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। বাগেরহাট পুলিশ অফিস জানায়, খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) একজন পথচারী নিহত হয়েছেন। খুলনার রপসা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা সুপার ডিলাক্স (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২) বাস দিগরাজ বাজার কলেজ রোডের মুখে নিয়ন্ত্রন হারায়। এ সময় পথচারী নিহত হন। পরবর্তীতে বাসটি তড়িঘড়ি করে চলে যাওয়ার সময় একটি ডিমের ভ্যানকে ও গুড়িয়ে দেয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা বাসটিকে ধরে পুলিশে হেফাজতে দেয়। তবে বাসের চালক দ্রুত পালিয়ে যায়। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন হলেও পুলিশ নিয়ন্ত্রন করে এবং পথচারী নিহত হওয়ার ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিবে।অপরদিকে, জেলার মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের একজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুরের বাড়ী মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামে। প্রর্ত্যক্ষদর্শীরা ও স্থানীয় ভ্যানচালকরা জানান, প্রতিদিনের মতো ঠাকুর সকালে বাইসাইকেল ঠেলে কর্মস্থলের উদ্দেশে সেতুর ওপরে উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে সম্পূর্ণ বিপরীত লেনে উঠে তাকে চাপা দিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে খুলনার দিকে চলে যায়। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে এবং নিহত ঠাকুরের মরদেহ উদ্ধারসহ পরবর্ত্তি আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা