বাঙ্গালিয়ানা ঐতিহ্যের সাথে মিশে থাকার স্লোগান নিয়ে নাটোরের লালপুরে আফিয়া সিদ্দিকা গার্লস ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
মাদ্রাসা চত্বরে মাদ্রাসার পরিচালক মুফতি সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পতœী হুমায়রা তাসনিম, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বিশিষ্ট লেখক ও গোপালপুর ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল, মাওলানা সাখাওয়াত হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলস জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তার হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও ৩৬ রকম পিঠা প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা