অন্যান্য ফসরের তুলনায় বেশী লাভ হওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। এই সবজি চাষ করে অনেক কৃষককে স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে। প্রতি শতক জমিতে বছরে প্রায় ১০/১৫ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে জানান স্থানীয় কৃষকরা। উল্লাপাড়া উপজেলার সলঙ্গা অঞ্চলের কৃষকেরা এখন বাড়িরউঠানে, রাস্তার ধারে, পতিত জমিতে,কৃষি জমিতে লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, শসাসহ বিভিন্ন ধরণের শাক সবজি চাষ করে ধান চাষের চেয়ে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন।
ধান চাষ করলে সার, বীজ, কীটনাশক, পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ার কারনে অনেকেই এখন সবজি চাষে ঝুঁকছেন। সলঙ্গা থানার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সলঙ্গারচর,কালীবাড়ি, লাঙ্গলমোড়া, চর ধুবিল, এরান্দহ, তিন নান্দিনা, জঞ্জালী পাড়া, মালতি নগর, ধুবিল, অলিদহ, কালিকাপুর, আমশড়া, ঘুরকাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হচ্ছেন সবজি চাষ করে। উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলে জানান স্থানীয় কৃষকগণ।
ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান, বাড়ির উঠানে, রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি। তিনি আরও জানান, একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা সম্ভব।
সলঙ্গা ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান, আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি। তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা এখন অধিক লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন।অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন। শাক সবজি উৎপাদনের জন্য আমরা শাক সবজির বীজ, সার কৃষি প্রণোদনা হিসেবে ইতিমধ্যেই বিতরণ করেছি।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা