image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দোয়ারাবাজারে জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে এক হতদরিদ্র পরিবারকে লক্ষ্য করে চলমান হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হোসাইন (৩৫) তার পরিবারের ওপর নেমে আসা নানা ধরনের অত্যাচার, জবরদখলের হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান— দীর্ঘদিন ধরে একই এলাকার মো. আব্দুর রহিমের পুত্র ডাঃ নাজিম হোসেন তার বড় ভাই শামীম আহমদ ও তার সহযোগীরা কৌশলে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিরোধীয় খাসজমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বিবাদীপক্ষ জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ভয়ভীতি ছড়ায় এবং শারীরিক ও মানসিক চাপে ফেলার চেষ্টা চালায়। হোসাইন অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি গত ২১ আগস্ট ২০২৫ তারিখে উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করে আব্দুর রহিম তার বিদেশফেরত ভাইকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করে। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মধ্যস্থতার নামে তার পরিবারকে মানসিক চাপে ফেলতে বিবাদীরা নানা কৌশল গ্রহণ করে।

তিনি আরও জানান, বিবাদীপক্ষ তাদের আর্থিক ও সামাজিক প্রভাব খাটিয়ে স্থানীয় মানুষদের ভয়ভীতি দেখিয়ে পূর্বেও কিছু জমি দখল করেছে। এবার একই কায়দায় তার জমিও দখল করতে চায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হোসাইনের পরিবারকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়েছে এবং উৎপাদিত তিন বস্তা ধানসহ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি