বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে অত্যাধুনিক ডেন্টাল (দন্ত) মেশিন স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে কোনো দন্ত চিকিৎসক (ডেন্টাল সার্জন) না থাকায় সেটি বন্ধ হয়ে পড়ে আছে। সেবা পাচ্ছে না দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য দন্ত চিকিৎসা সেবা সহজলভ্য করতে হাসপাতাল প্রতিষ্ঠার চার দশক পর চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি তারিখে একটি আধুনিক ডেন্টাল চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির বরাদ্দ পায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে সেটি ২৭ ফেব্রুয়ারিতে স্থাপনও করা হয় হাসপাতালটিতে। কিন্তু জনবল সংকট এবং দন্ত চিকিৎসক না থাকার কারণে আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডেন্টাল সেবা চালু করা যায়নি। অন্যদিকে প্রতিদিনই দাঁতের ব্যথা, ক্যাভিটি, মাড়ির সংক্রমণ ও দাঁত তুলতে সমস্যায় ভোগা রোগীরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু জানতে পারেন, এখানে কোনো ডেন্টাল ডাক্তার নেই। ফলে বাধ্য হয়েই তাদের খালি হাতে বাড়ি ফিরতে হয় অথবা নাটোর সদর কিংবা রাজশাহীর প্রাইভেট ক্লিনিকে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হয়। উপজেলার জামনগর ভিতরভাগ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৫০) বলেন, ডেন্টাল মেশিন আছে শুনে অনেক আশায় এখানে আসছিলাম। কিন্তু এসে দেখি ডাক্তার নেই। শেষ পর্যন্ত শহরে গিয়ে প্রাইভেট ক্লিনিকে দাঁত তুলতে হয়েছে, অনেক টাকা চলে গেছে। একই ধরনের অভিযোগ করেন আসমা খাতুন নামের আরেক নারী রোগী। তিনি বলেন, আমাদের মতো গরিব মানুষের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা করানো কঠিন। এখানেই যদি সেবা থাকত, তাহলে অনেক উপকার হতো। স্থানীয়দের ক্ষোভ ও প্রশ্ন এলাকার সচেতন নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, শুধু যন্ত্র বসিয়ে রেখে দেওয়া হয়েছে, অথচ তা ব্যবহার করার কোনো কার্যকর ব্যবস্থা নেই। এতে একদিকে সরকারি টাকা অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ তাদের ন্যায্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার কোটি টাকা খরচ করে মেশিন দেয়, অথচ ডাক্তার দেয় না, বিষয়টা খুবই দুঃখজনক। দ্রুত পদায়ন না হলে এই মেশিন নষ্ট হয়ে যাবে। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, “আমাদের এখানে ডেন্টাল মেশিন বসানো রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ডেন্টাল সার্জন পদায়ন করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আশা করছি অবশ্যই তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন “বর্তমানে সরকারি ভাবে চিকিৎসক পদায়ন বন্ধ রয়েছে। তবে ডেন্টাল ইউনিটসহ সাধারণ সেবার মান বাড়াতে স্থানীয় পর্যায়ে জরুরী ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা