image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, পঞ্চগড়

তেতুলিয়া দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় তেতুলিয়া উপজেলাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে তেতুলিয়ার মিলনায়তনের সামনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন তেতুলিয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শালবাহান উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল রশিদ, তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদন আজিজুল ইসলাম, তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) এসএম আকাশ প্রমুখ। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিভিন্ন সরকারি কর্মকর্তা,বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে তেতুলিয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি