image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্টে রোকন উদ্দিন রোমান নামে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উজানচর ১ নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ খাদেম শেখের ছেলে। রোমান পেশায় একজন কৃষি উদ্যোক্তা। সংসারে তার স্ত্রী, রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুইটি সন্তান রয়েছে। নিহতের শ্বশুর মোঃ সিদ্দিক মন্ডল জানান, রোমান সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য নিজ ঘরে থাকা মটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। তারপর বাড়ির লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি