পলাশের কাঁটাবের গ্রামের পুকুরের পাশ হতে পুলিশ এক অজ্ঞাত যুবকের (৩০) বস্তাবন্দী লাশ উদ্ধার করে। জানা যায়, শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) বস্তাবন্দী কিছু একটা জিনিস দেখে, কথাটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় এক চৌকিদার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুনের নেতৃত্বে একটি পুলিশটিম ঘটনাস্থল পৌঁছে পলিথিনে বস্তাবন্দী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে শুক্রবার সকাল ১০টার দিকে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তি ঘটনা বলা যাবে।
এদিকে বস্তাবন্দী লাশ উদ্ধারের পর হতেই এলাকায় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।