কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহিনী। গতকাল শুক্রবার রাত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্ট গার্ডের ভাষ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় তাদের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এর আগে পাওয়া গোয়েন্দা তথ্যে জানানো হয়েছিল, ওই এলাকায় জালাল উদ্দীন ওরফে লাশ জালাল নামের এক শীর্ষ সন্ত্রাসী তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে।
অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ১টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জালাল উদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত লিয়াকত (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফ থানার বাসিন্দা।
কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে জালাল উদ্দীনের নিকট সহযোগী হিসেবে কাজ করতেন এবং অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচার কার্যক্রমে সহায়তা করতেন। আটক ব্যক্তিকে এবং উদ্ধার করা আলামতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদকপাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে।
সারাদেশ: দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন