image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শরীয়তপুরে অগ্নিকান্ডে বৃদ্ধার মৃত্যু

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় কামরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ভোর রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে রুদ্রকর ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি ফায়ার সার্ভিসের পরিদর্শক শংকর চন্দ্র নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে স্বামী মোসলেম সরদার মারা যাওয়ার পর কামরুন নাহার ওই ঘরটিতে একাই বসবাস করতেন। শীতের তীব্রতা থেকে বাঁচতে শীতকালে তিনি প্রায়ই ঘরের ভেতরে মাটির মালসায় আগুন জ্বালিয়ে রাখতেন। ধারণা করা হচ্ছে, শনিবার ভোররাতে ওই আগুন থেকেই ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি কামরুন নাহার। পরে আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরিদর্শক শংকর চন্দ্রের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, নিঃসঙ্গ জীবনযাপন করা এই বৃদ্ধা ছিলেন শান্ত ও নিরীহ প্রকৃতির।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি