ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জালামপুর জেলা বিএনপির আয়োজনে শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দেশের মানুষ যখন আনন্দের জোয়ারে ভাসছে তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। যার ধারাবাহিকতায় গতকাল ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সারাদেশ: দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন