ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে একজন আসামিকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন এলাকা থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় মো. ইন্তাজুল (পিতা মো. আব্দুল মালেক মানিক খাঁ), গ্রাম দোয়ারপাড়া দৌলতগঞ্জ, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গাকে ৯ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।