পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ইউনিয়নের মধুপুরা গ্রামের মৃত রাজন্ড চন্দ্র দাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় আসবাবপত্র, নগদ টাকা, স্বর্র্ণালংকারসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, রাত ২টার সময় ঘুম থেকে উঠে তারা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নিকটবর্তী গলাচিপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই সময়ের মধ্যে বসতঘরে থাকা মালামাল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ধীরেন চন্দ্র দাস কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা ৩টি পরিবার একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। কি খাবো, সন্তানদেরকে নিয়ে কোথায় যাব, কিছুই জানি না। এই শীতের মধ্যে আমরা ৩টি পরিবার চরম বিপদে পড়েছি। আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে আসি। অগ্নিকান্ডের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অবহিত করা হয়েছে। এদিকে গলাচিপা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. জাকির হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের উৎসের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তিনি অগ্নিকান্ডের বিষয়টি প্রাথমিকভাবে অজ্ঞাত সূত্রপাত বলে ধারনা করছেন।