ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় মিছিলের শুরুতে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটে।
শনিবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কিছুদূর এগিয়ে সাধনার মোড়ে পৌঁছলে মিছিলের অগ্রভাগে অবস্থান নেওয়া নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের (সদর-নলছিটি) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
বক্তারা অভিযোগ করে বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি অপচেষ্টা বলেও তারা দাবি করেন। তারা দ্রুত হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
হাদির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
এদিকে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, ঢাকায় অবস্থানরত শরীফ ওসমান হাদি পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন এই এনএস কামিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির সঙ্গে তার রয়েছে অসংখ্য স্মৃতি।
শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ঝালকাঠিবাসীসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে মর্মাহত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে মূলধন বাড়লো আড়াই হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: দেশের মোট সম্পদের চার ভাগের এক ভাগই ১ শতাংশ ধনীর হাতে